যে প্রেমে পড়ল
সে ভাবল প্রেম মানে কিছু অনুভূতি
কিছু হরমোনের বিচ্ছিন্ন নড়াচড়া
মগজের কোনে চিনচিন ব্যথা
হৃদয়ের অলিন্দে শত ফুল ফোটা।

সে জানল প্রেম এক ভরা বর্ষা
এক বর্ষণ মুখর বিকেল
বারান্দায় বসে আনমনে এক কাপ চা
একটা কবিতার বই, একটা হলুদ খাম

যে প্রেমে পড়ল
তার চোখে সবটাই আলো
নিকষ অন্ধকার, কুহুকের মায়াজাল
প্রতারণার ছায়া, সবটাই জাগায় মায়া

সে জানল প্রেম এক প্লেট আবেগ
প্লেটের পান্তাকেও মনে হয় কাচ্চি বিরিয়ানি
সে শূন্যতায় পূর্ণতার জাল বুনে,  মৃদু হাসে
কল্পনার রথে চড়ে পাড়ি দেয় সপ্ত সিন্ধু নদ!

যে প্রেমে পড়ল
তারে যে বাঁধল না  অসীম ক্ষমায়
তার শত ত্রুটি এড়ালো না নিরব উপেক্ষায়
সে জানুক সে ভুল পাত্রে জানিয়েছে প্রণতি।

প্রেম আর কিছু নয়
শুধুই ক্ষমা, অবিরাম ক্ষমা।