- - - - - - - - - - - -
সেদিন এক মৌন বিকেলে নদীকে শুধালাম -
নদী তুমি ভালো আছো?
কই তোমার পাল তোলা নাও আগের মত দেখিনাতো
তুমি কি আগের মত চলনাকো সমুদ্রের পানে
প্রেমের স্রোতে মিশে মিলনের তীব্র আকাংখাতে?
নদী কেমন আছো তুমি?
সেই যৌবন স্রোত কোথায় হারালে
কোথায় রেখে এলে ভাটিয়ালী, জারি, সারি গান
কোথায় তোমার বুকে আজ রঙ্গিলা নাওয়ের মাঝি
কোথায় নব বধূর নাওরী নায়ে লাজুক হাসি খানি?
নদী তুমি কেমন আছ বল?
তোমার শরীরে কেন এত বালুচর খেলা করে
যেখানে অথৈ জল ছিল সেখানে কেন গরুর গাড়ি
তুমি কোথায় ফেলে এসেছ তোমার নিজস্বতা
কার কাছে জীবন বন্ধক রেখে মরন নিয়েছ কিনে?
নদী তুমি কাঁদছ? এত জলের ভীরে এ কোন জল দেখালে!
কষ্টে তোমার বুক খাঁ খাঁ করে, পাজঁর ভেঙেছে কবে
তোমার নাকি দেশ নেই, কাল নেই, সীমানা নেই
তবে কেন দেশে দেশে ক্রসড্যাম, সুইচগেট, ব্যারেজ, বাঁধ
তোমায় নাকি ওরা শাসন করতে চায়!
তুমি খুব অবাধ্য হয়ে গেছ, বড় লক্ষ্ণিছাড়া
তোমাকে তাই শাসন করা বড় প্রয়োজন
আড়ালে মানুষ নামের অমানুষদের
অর্থের লোভ, হিংসা খেলা করে!