একদিন বৃষ্টি সমুদ্র পার হয়ে ভালোবেসেছিলো
দারুচিনি দ্বীপের বালুকাময় প্রান্তর
কতদিন একটি ভাঙা জাহাজের মাঝি বৃষ্টিকে বলেছিল
ওগো অবুঝ প্রেম দ্যূত তুমি যেওনা সেথায়।
বৃষ্টি হেসেছিল, বলেছিল ওগো ভাঙা নায়ের মাঝি
প্রেমের জন্য আমি কত শতাব্দী দেব পাড়ি
তা তুমি বুঝবেনাকো ভাঙা মাস্তুলে বসি!
অবুঝ বৃষ্টি, ক ফোঁটা চোখের জল ফেলেছি ভালোবাসতে
কত রাত ভোর হয়ে আবার রাতে এসে মিশেছে
কত বেদনার পাহাড় বুকে বাসা বেধেঁছে
তা তুমি জানোনা, এ সমুদ্র জানে!
ওগো মাঝি তুমি পারনি তাই বলে কি
প্রেমের বাগানে ফুটবেনা ফুল, ভ্রমর গাইবেনা গুনগুন
হিমালয়ের বুকে বইবেনা নহর, পাখিরা জাগবেনা অবেলা
প্রহর?
আমি ভেজাব দারুচিনির বুকের সমস্ত শরীর
ভেজাতে ভেজাতে তার শুষ্ক বুকে ফুটাব প্রেমের ফুল!
কত কাল আগে বৃষ্টি প্রেমের কল্পবুনে দারুচিনির দ্বীপে
গিয়েছে
হায় আজো ভিজেনি দারুচিনির বুকের শুষ্ক শরীর!