যদি শিমুলের ডালে ফুটেগো রঙিন ফুল
যদি কোকিলের গানে হয়গো আমার ভুল
তবে গাঙের ও ঘোলা জলে মুছিয়া ফেল তা
সেই ভুল যাইব ভাইসা পদ্মা মেঘনা যমুনা।
যদি হিজলের বনে ডাকেগো কুটুম পাখি
যদি তোমারও লাগি রাত জাগে এ আঁখি
তবে কইতর উড়ায়ে দিওগো খোলা চিঠি
রঙিলা নাওয়ে বাইন্ধা দিও তোমার গীতি।
যদি রাইতের আন্ধারে চান্দে ডাকে তোমারে
যদি আমের বাগানে আম পাকে সারে সারে
তবে মনেতে বুঝিও লাগিছে বাসন্তী রঙ
দূরেতে থাকিয়া তখন ডাইকনা আমার মরন!