- - - - - - - - -
বুঝবে সেদিন আসবে যেদিন আধাঁর
কালো রাত্রি
পড়বে মনে অনেক পড়ে একলা নায়ের
যাত্রী।
পড়বে মনে কোকিল ডাকা শিমুল
ডালের রঙ্গে
থাকব তখন অচির পুরে পাবে না আর
সঙ্গে।
হয়ত তখন মিছেই হেসে চলবে ফাগুন
ঢঙ্গে
আমার বুকে কাল বৈশাখে নামবে
ভীষণ তুঙ্গে
দুঃখ ব্যথা বইব একা পলকে চোখের
ছলকে
অনেক পড়ে তোমার চোখে নামবে অমন
ঢল যে।
শিউলী ফুলে ছিল ভরে মালা গাঁথা
হবে বলে
বকুল শুকায় মোর আঙিনায় মিথ্যে সুখের
কল্প বুনে
সন্ধ্যা রাগে চেনা ঘাটে স্মৃতিরা সব
যাবে মুছে
তখন তোমার ভুল ভাঙলে, আমার কি আর
আসবে যাবে!