---------------
সাগরের নীল জল রাশি
মাথার উপরে তপ্ত রোদের খেলা
সমুদ্রের বায়ু স্থির,নিরব, নিস্তব্দ
দূর থেকে ভেসে আসে পরিত্যক্ত তৈল!
একটি ভাঙা ট্রলার, ছাউনি বিহীন
থেমে আছে যেন ক্যানভাসে আঁকা চিত্রপট
সবার অলক্ষে হয়ত তা দা লাস্ট সাপার
কিংবা মোনালিসাকেও ছাড়িয়ে গেছে!
এখানে টিম টিম করে জ্বলা প্রদ্বীপের মত
এখন ও জীবন আছে মরণের অপেক্ষায়!
ওরা মানুষ নয়, কুকুর কিংবা শূকর নয়
একটা পরিচয় ছিল -রোহিঙ্গা এখন সেটাও নেই।
আরাকানের শ্যামল প্রান্তর, আচেহ প্রদেশ
কিংবা মালয় সাগরের তীর
সবখানেই পাগলা কুকুরের চেয়েও ওদের
প্রতি করা হয়েছে অমানবিক আচরন।
সব হারিয়ে ওরা জীবন সায়াহ্নে দাঁড়িয়ে
লোনা জলের সাগরের বুকে।
গত কয়েক দিন নিজের মূত্র পান করেছে ওরা
এখন তাও নেই, লোনা জল ছাড়া।
বাবা বলতে বলতে ঘুমিয়ে গেছে ক্ষুধাতুর শিশু
ছাতি ফেটে মরে আছে বৃদ্ধা
বে আব্রু শরীরে লাশের মিছিলে নারী
যুবকরা দাঁড়িয়েছে মৃত্যু দরজায়!
ওদের মৃত্যুতে শোঁকগাথা রচিবেনা কেউ
কেউ খুঁজবেনা কবরের মাটি
বিশ্বের তাবৎ মানুষেরা আজ যেনো আছে
ওদের মৃত্যুর প্রতিক্ষায়!
স্বদেশে ওরা পরদেশী
পরদেশে ওরা অবাঞ্চিত
তাই হারিয়ে যাওয়া জাতীর খাতায়
নাম লেখাতে
ওরা চলে গেছে লোনা জলের মাঝে!