(পহেলা বৈশাখে নারীদের লাঞ্চিত করার প্রতিবাদে)
গতকাল হঠাৎ শয়তানের সাথে দেখা
কুৎসিত,কদাকার যেন এসিডে ঝলসানো
অবাক চোখে দেখেছি স্বর্গ চ্যূত ইবলিশ
অনেকে আদর করে বলে প্রিন্স লুসিফার!
তারপর এত তাড়াহুড়ো করে কোথায়?
সে কিছুটা লজ্জায় আড়ষ্ট,
ঝলসানো গালে
স্বর্গ হতে পতনের আগে মিশরেরর ক্লিউপেট্রা
বা গ্রীসের হেলেন হতেও ছিল যে সৌন্দর্যে।
এইতো একটু টিএস সির দিকে গিয়েছিলাম
মাঝে মাঝে আসতে হয় বিশেষ পার্বণে
কিন্তু এতটা লজ্জা পাব ভাবনি, নির্লজ্জতায়
শেষ পর্যন্ত কিনা আমাকেই হারিয়ে দিল!!
ভাবতে ভালোই লাগে
বুদ্ধিজীবিদের মগজে মড়ক লেগেছে
ওরা বুদ্ধি প্রতিবন্ধী!
আমাকেই হারিয়ে দিল আমার চরেরা
তাই ওদের হাতে নেতৃত্ব দিয়ে চলেছি ছুটে।
তো লজ্জা কেন তোমার নির্লজ্জ চোখে?
আসলে ওরা যা করেছে ইতিহাসে এমন হয়নি আর
আর তাও সোনার ছেলে রূপি ছেলেদের হাতে
সোনার ছেলেরা এখন ডিম পাড়া শুরু করেছে
এ ডিম থেকে আরও ডিম, তাই সদ্য
স্বাধীন (শয়তানের দৃষ্টিতে) দেশ হতে বিদায়।