১
------------
ঝড়ের বেগ থেমে গেছে
আকাশে এখন হাসে সাদা কাশফুল
সোনালী আলো ঐ হেসেছে।
২
---------------
ওগো নিঃসঙ্গ বয়ে চলা অচেনা পথের তটিনী
তোমার ও স্রোত সেতো স্রোত নয়
সেতো আমার আঁখিজল ঝরে যায় নিরবধি!
৩
--------------
প্রজাপতি হাজার রংয়ের পসরা মেখে
তুমি আর ওড়নাকো বনে বনে আনমনে
জানি চলে যাবে একদিন ও রং রেখে।