সিঙ্গাপুেরর সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীকেঃ
লি কুয়ান তোমার স্বপ্নিল চোখ যেন
মালয় সাগরেরর বুক চিরে নেমে আসা হিরক কণা
জ্বল জ্বল করে জ্বলছে মহাসাগরীয় দ্বীপ
যেন দূর্ণিবার এক স্বাপ্নিক রাজকুমার!
আজ তুমি নেই, তোমার স্বপ্ন বেঁচে আছে
সিংহল সমুদ্র হতে সিংহের গর্জনে
বিশৃঙ্খল সমাজ, বিশৃঙ্খল চেতনা, অনিশ্চিত ভবিষ্যৎ
তুমি বেঁধেছো বজ্র নিনাদে সু কঠিন শৃঙ্খলে।
ভৌগলিক সীমারেখার গর্বে গর্বিত জনপদ
চেতনার ফেরীওয়ালা বিবেকহীন শাসক
বিভক্তির মঞ্চে সুবিধাভোগী রাজনীতিবিদ -
চেয়ে দেখ জোহর প্রণালীর স্রোতধারা মাড়িয়ে
পৃথিবী গড়ার ডাক দেয় কালের মহাপুরুষ!
প্রচারের ফ্লাশলাইটের আড়ালে দাঁড়িয়ে
নিরবে কাজ করে যায় যুগের কর্মবীর!
পৃথিবী আজ অবাক তাকায় তোমার পানে
পাতাল হতে তোমার হাত তোলেছো অসীম আকাশে!