বেশ আছি আনারের
খোলসে আলসে দানা হয়ে
হাজার ফুলের ঝাড়ে অচেনা ফুল হয়ে
পাখির পালক হায়
ঝরে গেছে অবেলায়
এক ফোঁটা অশ্রু সেই খোঁজ নাহি পায়!
কত ফুল ঝরে গেছে অচেনা মরু পথে
কত পাখি গেয়ে গেছে নির্জন
নিরালাতে
তবে কি সেই ফোটা আদতে ফোটা নয়
তবে কি সেই গাওয়া গানের
ভাষা নয়?
তব সুন্দরের মাঝে সৌন্দর্য অদেখাই
রয়ে গেছে
তব হাসির ভীরে সেই হাসি অধরাই
হয়ে আছে।
আমি চলেছি সে অদেখা সৌন্দর্যে অতৃপ্ত
বাসনাতে
তোমাদের ভীরে থেকেও সবার
মাঝে একা হয়ে!