সেদিন হঠাৎ গোলাপের
সাথে দেখা
এক গুচ্ছ লাল গোলাপ
রক্তের মত টকটকে লাল!
তারপর কেমন আছেন?
গোলাপের কাছে আমার প্রশ্ন।
এইতো কেটে যাচ্ছে একরকম
(স্মিত হেসে)
কি যে বলেন - পূজার
বেদী থেকে প্রিয়ার খোঁপা
অভ্যর্থনা, উৎসব, আনন্দ,
ভালোবাসা
সব জায়গাইতো আপনারা।
ওসব লোক
দেখানো আদিখ্যেতা
ওখানে ভালোবাসা নেই নিয়মের
ভরং।
কি বলেন কত দাম
দিয়ে কিনে আপনাদের!
হয়তবা, সেটা টাকার অংকে তবে
কাজ শেষে আমাদের জায়গা হয়
ড্রেনে
কিংবা প্রিয়ার
খোঁপা থেকে পদপিষ্টে
মাঝখানে শ্রদ্ধা ভালোবাসার
কেনাবেচায়
আমরা র্নিলজ্জ সাক্ষি হই!