যুক্তির
ঘরে গিয়ে অযুক্তি হেসে কয়
মিছেই বড়াই কর আমারিতো হয় জয়!
তোমার যুক্তির দাম নেই এক আনা
যত ই গালি দাও বলে মোকে দলকানা।
যুক্তি করে রোজ গণতন্ত্রের জয়গান
অযুক্তি ধিনতা স্বৈরতন্ত্রের
বাজায় তান!
যুক্তি বলেছিল কেন বোমা ইরাক
আফগানে?
অযুক্তি হেসে বলে জবাব
পাবে আবুগারিবে!
যুক্তি বলে যায় ফিলীস্থীনের
জমি ছাড়ো
অযুক্তি বলে পাথরের
জবাবে গোলা মারো!
যুক্তি বলে শিক্ষার্থীদের
উপরে হামলা কেন
অযুক্তি বলে ও
নিয়ে চিন্তা করোনা যেন!
নিয়ত ই পৃথিবীতে যুক্তির পরাজয়
জানিনা অযুক্তির আর কত হবে জয়?