রোমের দুর্দান্ত প্রতাপশালী ধর্মযাজকদের কাঠগড়া!
বসে আছেন শান্ত সৌম্য এক অশীতপর বৃদ্ধা
একগুঁয়ে জেদি ধর্মের অবমানাকারী
এবার উপযুক্ত বিচার হবে তোমারি।
গ্যালিলিও যার নাম
পিসার হেলানো মন্দিরের চেয়ে উচু শিরে
সে টলমল তার বিশ্বাসের অটলে!
অভিযোগ অনেক, সবটাই গুরুতর
এরিষ্টললের মতবাদকে ভুল বলার ধৃষ্টতা
লোহা আর পাখির পালক নাকি এক সাথে পড়বে?
কি রকম হাস্য কথা!
কি এক শয়তানি যন্ত্র সে তোলছে আকাশে
সূর্যের গায়ে কালো কালো দাগ. ছায়াপথ, বৃহষ্পতির পাশে ছোট ছোট চার তারা!
সব কিছু না হয় বাদ ই দিলাম কিন্তু
সূর্য কেন্দ্র আর পৃথিবী ঘুরছে তার চারপাশে
এত খোদ বাইবেল বিরোধী কথা!
ওই উল্লুকটাকে থামা বল ধর্মের বিরুদ্ধে বলার ফল।
গ্যালিলিও থামেনি থামেনি সত্যের কল!
চূড়ান্তরায়ে গ্যালিলিও দোষী,শাস্তি তাকে পেতেই হবে।
ওগো রোমের যাজক, প্রতাপশালী কূপমন্ডুক দল-তোমাদের পৃথিবী রাখেনি মনে
মনে রেখেছে অসহায় সে সত্যের ধারকেই!
রায় ঘোষণা হয়ে গেছে
নিস্তব্দ, নিরব, নির্লিপ্ত বিজ্ঞানী
শান্ত আঁখি মেলে তাকালেন আকাশপানে,
চোখে অসিমের আকুতি!
মিথ্যার কাঠগড়া মাড়িয়ে বিড়বিড় করে বল্লেন, তবু যে পৃথিবী ঘুরছে!!