পৃথিবীর সব পথ ঘুরে ঘুরে অবশেষে
দাঁড়িয়েছি প্রভু তোমার সিংহ দ্বারে
কত জল ধারা বহে স্রোতের ভীরে
আমিতো পাইনি সুধা সুখের নীড়ে।
কত ফুল দোল দোল ফুলেল হাসি
কত পাখি বোল বোল সুরেলা বাঁশি
কত তারা রাশি রাশি জ্বলে দিবা রাতি
তারি মাঝে তুমিহীন সবই লাগে বাসি।
মাওসেতুং লেলিন রুশো ভলটেয়ার
না মত তন্ত্র মন্ত্র পিয়েছি বারংবার
ঘুচেনি দুঃখ ঘুচেনি যাতনা মোর
অবশেষে ভুল ভেঙে এসেছি তোমার
দোর।
যে সলিল বহে সরল শ্রুতিময়
যে বাণি দোলে হৃদয় প্রীতিময়
সেই সে বাণির লাগি কান পেতে আছি
দাও গো প্রভু সে মধুর বাণি খানি।