ইদানিং আবেগহীন হয়ে যাচ্ছি
আবেগের সোদা মাটিতে শুধুই
বালুচড়।
আবেগী মানুষের আবেগ
ছুঁতে পারেনা কারো হৃদয়
কথায়
চিড়ে ভিজেনা আবেগে ভিজেনা ভালোবাসা।
আবেগ এখন বার বার পকেটের
দিকে তাকায়
পকেটের আয়তনে আবেগের আয়তন
বাড়ে উড়ে উড়ে!
শূণ্য ডিসে শত চিত্কারেও আবেগ
ছুঁবেনা কাউকে
ফুল ডিসে চিত্কার না দিতেই
খুঁজে নেবে সবে তোমাকেই!
হে বন্ধু কিংবা কাছের কেউ
তোমাদের
বাসি ভালো সে কথা বলবনা
উপপাদ্যের মত সে প্রমান
দিতে পারবনা।
যদি নদিতে জোয়ার
লাগে কিংবা ভরা পূর্ণিমার রাত
আসে
সেদিন ফুলডিসে রাখব আবেগের
সালাদ।
আর যদি না আসে তবে মিশে যাব
সুমালিয়ার জলদস্যুদের মত কোন
আবেগহীন কাজে।