আমি এক স্বপ্ন নিয়ে এ
পৃথিবীর পথে দাঁড়িয়েছি
মধ্যাকর্ষণ বল অতিক্রম
করে সূর্য পানে হাত
বাড়িয়েছি।
আমি দুইবারে কিংবা হাজার
বারে বিশ্বাসী নই
আমি একবারি এসেছি,
একটি বারেই আমি হব জয়ী।
আমি বদলে দেব এ জীর্ণ
পৃথিবীর গতিপথ
আমার পদচারণায়
থমকে যাবে সাইক্লোন ঝর।
আমি সুনামি, নার্গিস,
আইলার বিপরীতে দাঁড়িয়ে
মহাকাশের ছায়া পথের রহস্য
জাল যাব মাড়িয়ে
উত্তর মেরু থেকে দক্ষিণ
মেরুর সব অজানা ভেদ করে
জেগে উঠব আইসরক,
কিলিমানজারো, হিমালায়ের
চূড়া ফুঁড়ে।
আমার চলার পথে আমার
পায়ের ছাপ পড়ে থাকবে
আমার স্পর্শে প্রাণ
হীনেরা ভাসবে প্রাণের
প্রাচুর্যে।
আমার বলা টুকুও বিণার
বাণিতে সুর ছড়াবে
আমার লেখাটুকুও শহীদের
রক্তের চেয়েও দামি হবে!
আমি স্বপ্ন দেখাব,
স্বপ্নের সৈনিক হব
স্বপ্নহীনদের বুকে জড়াব
তারপর বলব-
দেখো এ যমীন তোমার
লাঙলের অপেক্ষায়
এ সাদা কাগজ তোমার
আঁচড়ের অপেক্ষায়
আশাহীন মানুষেরা তোমার
আহবাণের অপেক্ষায়
শুণ্যতা গুলো তোমাকে পেয়ে পূর্ণতার
অপেক্ষায়।
চল নিজেরা বদলে যাই,
পৃথিবীকে বদলে দেই
হাজার বছর পরের সভ্যতার
বুকে দাগ কেটে দেই।
একদিন আগত পৃথিবীর
মানুষেরা বলবে
ওরা এসেছিল, স্বপ্ন
একেছিল, বীজ বুনেছিল
ওরা ওদের জন্মের ছাপ
রেখে গেছে পৃথিবীর বুকে
অমুছনীয় দাগ
কেটে গেছে স্বর্গ চলার
পথে।