ভেজালের রেজালে আছি বড়
কষ্টে
দিন গুলো কেটে যায় বড়
বেশি নষ্টে
কুরাবাণির গুরুতে ভেজালের
দেতো হাসি
ফেসবুকে ভেজালেরা বলে তোকে ভালোবাসি!
করলার তিতা থেকে আমের
মিঠাতে
জিলাপির প্যাঁচ
থেকে বাহারি পিঠাতে
ফাস্ট ফুড জাঙ্ক ফুড
রোজ রোজ কত ফুড
সব বেটা পড়েছে গায়
ভেজালের ভজা কোট!
সিদ্দিক নাম
নিয়ে অসিদ্দিকের কাজ করে
ভজাটা ভেজাল কথায়
দিয়েছে সব নাশ করে
ভেজাল রেজাল্ট
করে জায়গা মত খেয়েছে ধরা
এখন পরীক্ষার দোষ
বলেছে বাছাধনেরা।
ভেজালের গান আর গাবে কত
কবিয়াল
ভেজালে ভেজালে হয়েছে ডবল
ভেজাল!