এখন সুনসান রাত নয় মধ্যদুপুর
বসে আছি নিরবে সূর্যের আলো মেখে
বেলের পাতার ফাঁকে টুনটুনি যায় হেসে

তো আলসে পাখি তারে আমি চিনি না
বসে আছে আনমনে ধ্যান তার
ভাঙেনা।
পুকুরের শান্ত জল যেন এক শান্ত
আঁখি
কত কি যে বলে যায়
বুঝতে আছে বাকি
হঠাত্ চিলের
পা খসে ঝরে পরে কড়ুইয়ের ডাল
লাজ ভেঙে শান্ত জল নাচে দেয় তাল!
আম গাছের ডালে দেখি পিপড়ের
ব্যস্ততা
মূখ ভেংচে বলে কেন হে আলসে একা?
আমি তখন লাজেতে, লুকাই লাজুক
আঁখি
কান পেতে শোনতে পাই ডাকছে হলুদ
পাখি।
শালিক টা উঁকি মারে চুল
গুলো আঁচড়িয়ে
ভ্রমরটা গান গায় গুন গুন গুনিয়ে
মাঝ নদে ভেসে আছে ভাটিয়ালী সুর
কে যেন গো গেয়ে যায় দূর বহু দূর।

রক্ত জবার মত হঠাত্ এ কার যাওয়া
আধ হাসি আধ
লাজে বাড়িয়েছে মুগ্ধতা!