হাজার বছরের বাংলা গড়ে উঠেছে পদ্মার তীরে তীরে
সাম্য-মৈত্রী,শ্রদ্ধা-ভালোবাসা আর শান্তি সুখের নীড়ে।
অপার সৌন্দর্য আর সভ্যতার চরম শিখরে,
স্বর্ণ কমল সোনালী দিন রেখেছে এ দেশ ঘিরে।
ইবনে বতুতা বল্ল এসে বহু প্রান্তর ঘুরে,
অনেক দেখেছি, কিন্তু কোন দেশ, দেখিনি এমন করে।
পালায় করে স্বর্ণ মাপে,টাকায় আটমণ চাল
চাঁদের হাসি থাকত ঘরে, সুখে কাটত কাল।
হিন্দু ,মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান ভাই ভাই হয়ে,
ডেকেছে তাদের আপন প্রভুকে, থেকেছে মিলেমিশে।

কিন্তু, এরা কারা, দস্যু-হন্তা নামে পলাশীতে ?
চাঁদের বুকে কালিমা এঁকে , চাঁদকে দেয় ঢেকে।
সিরাজের খুনে লালে লাল হল বাংলার প্রান্তর
উঁহু উঁহু করে কাঁদিছে পাপিয়া, কাঁদেনিকো বিষধর!
হেরেছে এদেশ কিন্তু হারেনি শহীদ তিতুমীর
হারেনি মজনু শাহ, শরীয়তউল্লাহ, হারেনি বঙ্গবীর
হারেনি পাগলা কানাই, সূর্য সেন সেদিন
হারেনি ক্ষুদিরাম, উচ্চে তুলেছে শির।
ফাঁসির মঞ্চে গেয়েছে যারা জীবনের জয়গান
তাদের ই লালে জাগল এ দেশ, ডাকল স্বাধীনতার আহবাণ।
রাজনীতির রঙ্গমঞ্চে হল অনেক রক্ত লেখা,
দেশ ভাগের বিনিময়ে পেলাম স্বাধীনতা।

নতুন স্বপ্নের দোলায় দোলে পেলাম পূর্ণতা
চাঁদের হাসি বাঁধ ভেঙে যায়, ঘুচে সকল ব্যাথা।

কিন্তু আবার একি শুনি আমার বর্ণমালা
থাকবেনা আর বইয়ের পাতায়,গল্প-গান আর কবিতায়
মায়ের মুখের মায়ের ভাষা, নেবে ওরা কেড়ে।
বাংলা তখন জাগল আবার সকল আগল ঝেড়ে
নানা তা হবেনা তা হবেনা রাষ্ট্র ভাষা বাংলা চাই
মিছিল চলে নদীর মত উত্তাল তরঙ্গ ভেঙে
সেই নদী আজ লাল হয়েছে অ আ ক খ এর রক্তে।
চুপ মেরে যায় কুপ মন্ডুক, দূয়ারে দেয় তালা
মায়ের ভাষা মায়ের মূখে পায় যে পূর্ণতা।

আমরা জাগি নতুন করে, নতুন গানে, নতুন সুরে
৫৪ এর যুক্ত ফ্রন্ট, ৬৬ এর ছয় দফা,৬৯ এর গণভ্যূথান
৭০ এর নির্বাচন আর ৭ ই মার্চের ভাষণ
ভয় পেয়ে যায় ওরা
তবুও সংলাপের পথ ছিল খোলা।
কিন্তু
হঠাৎ করে দুমড়ে দিয়ে ঢোকে এরা কারা?
খুনের নেশায়, রক্ত নেশায় হয়ে মাতোয়ারা।
নেই কি দয়া এদের কারো, নেই কি লজ্জা শরম
জানোয়ারের মত ঝাঁপিয়ে পড়ে হয়ে মানুষের জম।
খুন, ধর্ষণ লুটতরাজে কাঁপে বাংলাদেশ
মুসলিম হয়ে এটা ওদের কেমন রকম বেশ?
তাল হারিয়ে মান হারিয়ে ওরা হল যে বেহুশ
কা-পুরুষ, কা-পুরুষ ওরা, কা-পুরুষ।

বাংলা আবার জেগে উঠে নতুন উচ্ছ্বাসে
প্রতিশোধের আগুন ছোটে নিঃশ্বাসে, নিঃশ্বাসে।
বাংলার দামাল ছেলেদের তুমুল আক্রমনে,
দেখো এবার মাথার খুলি কেমন করে উড়ে।

রক্ত লেখায় হয় যে লেখা নতুন কবিতা
সবুজ দেশে জেগে উঠে নতুন পতাকা।
হাজার রক্তের বিনিময়ে পেলাম স্বাধীনতার রেশ
সাবাস, সাবাস, সাবাস বাংলাদেশ!