ওগো জীবনের পড়ন্ত বেলায় মৃত্যু
পথের যাত্রি
ওগো দিনের আলোক
শেষে চিরচেনা রাত্রি।
ওগো বসন্তের বিদায়ের চৈত্রের
চৈতালি গান
ওগো মৃত্যুর মিছিলে চলা লক্ষ
গোপন প্রাণ।
জীবনের বহমান
স্রোতে মৃত্যুকে গালি দিওনা।
মৃত্যু সেতো স্বর্গের দ্বার খোঁজার
প্রথম অভিযাত্রা
মৃত্যু সেতো স্রষ্টার রহস্য বুঝার
সর্বশেষ বার্তা
জীবনের পূর্ণতা আসে স্বর্গীয়
মৃত্যুতে
মহাকাল হার মানে কীর্তিমানের
কীর্তিতে।
হে মৃত্যু পথ যাত্রি তব
মৃত্যুকে দিওনা গালি।
দেখ কত সুন্দর কত মোহনীয়
সে ঘুমন্ত অতিথী
যে এসেছিল প্রভুর ভালোবাসায়
কাটাতে কিছু তিথী
অস্থায়ী নিবাসের ক্ষণিকের মোহ
ভেঙে
আজ সে চলেছে চির স্থায়ী আবাসে,
মহান প্রভুর পানে।
জ্বলে উঠা প্রদীপ ক্ষয়ে যাওয়ার
আগে
দিনের আলো আঁধারে মিলানোর আগে
দেখ কত মায়াময় বর্ণিল
বর্ণালী সাজে
তেমনি সফেদ শুভ্র পবিত্র কাফনে
চলেছে চির তৃপ্তির মিনারে মৃত্যুর
সিংহদ্বারে।
খোদার পবিত্র ফেরেশতারা হেথায়
ফুলছিটায়
জান্নাতের পাখিরা সুরে সুরে সুর
মিলায়
হে মৃত্যু পথের যাত্রি ওগো হে
তুমি নূর নবীর উম্মত প্রিয় হে
তুমি স্রষ্টার আরশের কাংখিত
অতিথী
তবে কেন হৃদয়ে একেঁছ মৃত্যু ভীতি।