ভাঙা ঘরের বেড়ার
ফাঁকে চান্দে উকি মারে
আপন মনে ঘুম
কুমারী কাটছে ছড়া গানে
তাহার পাশে অবুঝ শিশু ঘুমায়
নিরালাতে
মনে তাহার ব্যথার সাওর মা নাই
দুনিয়াতে।
মা যখন ছিল ধরায় মায়ের আঁচল
তলে
ছোট্ট শিশু ঘুমাত হায় খুব
যে নিরলেতে
মায়ের চুলের গন্ধ যে তার কত
দিনের চেনা
নিশীত রাতে চাঁদ লুকালে ভয়
সে পেতনা।
মা ছিল তার লেবুর তলে জোনাক
জ্বলার মত
ব্যঙ কুমার আর ফুল পরীদের গল্প হত কত
বাঘের ভয়ে কুঁজো বুড়ি লাউয়ের
ছড়া কাটে
চুড়ুই পাখি মান করেছে বাবুই
পাখীর সাথে।
আজকে তাহার মা নেই
আহা চলে গেছে দূরে
গভীর রাতে ঘুম ভেঙে যায়
কান্না আসে চোখে
মা কি তাহার
তারা হয়ে জ্বলছে বেদনাতে
খোকন তাহার কেমন
আছে কেমনে রাত কাটে?