ওগো রাতের আঁধারের
অজানা পাখি
আমায়
ঘুমাতে বলনাকো তুমি
আমিতো ঘুমিয়ে ই ছিলাম
কত কাল মহাকাল
কত যুগ
ঘুমে ঘুমে কেটেছে অনন্তকাল!
ক্ষণিক এ জীবন
কেটে যাবে পলকে
কত জানা অজানাই
থেকে যাবে অলক্ষে
কত ফুল
ফুটে রবে অচেনা পথের ধারে
কত
তারা ক্ষয়ে যাবে অতিদূর
অন্ধকারে!
যে রাত জাগে সেই জানে রাত
কত গভীর হয়
আমিতো গভীর ঘুমে কত
কি অজানা রয়।
ওগো পাখি আমায়
ঘুমাতে বলনাকো তুমি
তুমিতো জানোনা হায় সময়
বয়ে যায়
চোখের পাতায় পাতায়
জীবনের আয়ু ফুরায়
এখন
জেগে আছি জানিনা ঘুমাব
কখন
যেদিন ঘুমাব
আমি পাবেনা আমায় তখন।