ইদানিং আবেগ বিদায় নিয়েছে
কবির মন থেকে, কবিতা থেকে
কবি সময়ের বেগে আবেগের মৃত্যু
দেখে
রোবটিক ভাবনায় কবিতা লেখে।
কবির বাড়ির পাশের
নদিটি সারা বছর ই আবেগ শূণ্য
ওখানে এখন গরু নামক ট্রাক্টর
চলে!
হাইব্রিড মোরগেরা এখন আর ঘুম
ভাঙায় না
বরং কবি ই সময় করে ওদের ঘুম
ভাঙিয়ে দেয়!
কবির উঠানে এখন আর সারারাত
ধান মাড়াই হয়না
কেউ পালতোলা নৌকায়
ভাটিয়ালী গান গায় না
গানও এখন কবিতার চেয়ে দ্রুত
আবৃত্তি হয়
অহেতুক বাদ্য যন্ত্রের
বাড়াবাড়ি!
কবির পুকুরে এখন কবির
চেনা জানা মাছেরা নেই
সেখানে মোরগের
বিষ্ঠা খেয়ে অচেনারা হাই তোলে!
পাখিরাতো বিদায় নিয়েছে সেই
কবেই
ইদানিং কাকেরাও
আসি আসি করছে!
আবেগের বাজারে আজ আগুন
লেগেছে
সে আগুন শহর গুলিকে পুড়িয়ে শেষ
করে
এখন অঁজ
পাড়া গায়ে ছড়িয়ে পড়েছে
কবির এখন পালানোর জায়গা নেই।
তাই আগুনে পুড়ে পুড়ে ই এখন সে
কবিতা নামক কিছু কয়লার জন্ম
দিচ্ছে!