শিশুটি পথের ধারে পড়েছিল
হয়ত পথের ধারেই তার বাস
শীত বসন্ত বর্ষা পার হয়ে
পথের ধারেই
সে গড়েছে আবাস।
তার ভাঙা কন্ঠ কাউকে মুগ্ধ
করেনি
কেউ করেনি তার কন্ঠের
প্রশংসা
কেউ তার মাথায় হাত
রেখে এক দন্ড
বলেনি কোন স্নেহ
ভরা কথা।
অথচ আমরা কত গভীর
আগ্রহে
পাশের কলিগ
কিংবা প্রতিবেশীর কাছে
আমাদের শিশুদের
ভাঙা কন্ঠ নিয়ে
গল্প করে চায়ের কাপে ঝড়
তোলি।
অথচ এসব পথ শিশুরা
গল্পের সকল উপাদান
নিয়ে জন্মালেও
এদের নিয়ে চায়ের কাপে ঝড়
উঠেনা
ধোঁয়াহীন লেবুর শরবতের
মত
এরা মিলিয়ে যায় ব্যস্ততার
মিছিলে!