ঐ পথে আর আমায় যেতে বলনাকো
ঐ চোখের জলটুকও আর
মুছে দিতে বলনাকো
তারচেয়ে নায়াগ্রা জলপ্রপাতে মিশে যাওয়া অনেক
সহজ
তারচেয়ে বারমুন্ডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়া সহজ।
কত স্বপ্ন মুছে গেছে এই
মাটি মাখা ঘোলা জলে
কত শত নাম মুছে, নতুন পরিচয় লাশ
নামে!
আমি যেন দেখতে পাই এক অসহায়
মা
জড়িয়ে ধরে আছে তার নিষ্প্রাণ
শিশু
নৌকায় উঠার শেষ সুযোগটুকও
হারিয়ে
ভাবলেশহীন
ভাবে ডুবে গেছে পদ্মার জলে।
পিতার হাতের শেষ নখ গুলো ধরে
বেঁচে থাকার
আকুতি জানিয়েছিল সন্তানেরা
তারপর ওরা ভেসে গিয়েছিল খড়
কুটোর মত
হৃদয়হীন বাস্তবতার দুঃসহ
মিছিলে।
তালাবদ্ধ কেবিনে শুয়েছিল দুষ্ট
বালক
মায়ের ভয়
যাতে না করে অযথা ছুটোছুটি
শেষ সময় পর্যন্ত সে চেষ্টা করেছিল
বের হতে
থেতলে যাওয়া মাথাটুকও
সে কথাই বলে।
এই পথে আমি যেন অসহায়
মানুষগুলো দেখতে পাই
তারা ভেসে থেকে বাঁচার
আকুতি জানাচ্ছে
আমি উদভ্রান্ত
চোখে সেদিকে তাকিয়ে আছি
আমার চোখের সামনেই
মানুষগুলোর নাম হয় লাশ!