আমার কল্পনার চোখ দিয়ে
মিশরের প্রাণহীন
সীমানা প্রাচীর ঘেঁসে
আমি দাঁড়িয়েছিলাম
কিছুক্ষণ উদ্বাস্তু শিবিরে
শত ফিলীস্থিনীর দূর্ভাগ্যের
অসহায় সাক্ষি হতে!
অপুষ্টি, দারিদ্রের কষাঘাত,
অবিশ্বাস, অর্হনিশ
যন্ত্রণা
ক্ষুধা, লাঞ্ছনা, গঞ্জনা,
অদৃষ্টের নিয়তী নিদারুণ
মন্ত্রণা।
এর চেয়ে ইউরোপের কুকুর
গুলো কতটা সুখি
চিড়িয়া খানার হায়েনার দলের
মুখে তৃপ্তির হাসি!
দস্যু তস্করের
হাতে মানবতার নিষ্ঠুর বলি
আরব ইঙ্গো মার্কিন সব
যেন ছাগলের লাদি!
উদ্বাস্তু শিবিরের এ
বাচ্চা গুলোর ভীরে
দেখ, রুমি শেখ সাদি, খৈয়াম
গুমরে মরে!
দেখ মিল্টন. তলস্তয়
শেকসপিয়র কাঁদে
নিউটন, আইনস্টাইন,
ডাল্টন পড়েছে ফাঁদে!
দেখ হেমলক পান করার
আগেই সক্রেটিসের মৃত্যু
প্লেটো, এরিস্টটল.
রুশো দেখো হয়ে গেছে ভৃত্য!
হ্যা, ওদের মাঝেও জন্ম
নিতে পারত, এই সব
মহা মানবেরা
ওদের লক্ষ অন্তরেও শিশুর
পিতারা ঘুমায়
কিন্তু দর্শক
সারিতে বসে থাকা অবশিষ্ট
বিশ্ব
ঈগলের খাঁচায় দোয়েলের
মৃত্যু যন্ত্রণা দেখতেই আজ
ব্যস্ত!