একটি ফুল যদি ফুটে হাজারো ফুল হয়ে
একটি তারা যদি উঠে হাজারো তারা হয়ে
একটি পাখি যদি গায় হাজারো পাখি হয়ে
একটি ভ্রমর যদি ওড়ে লক্ষ ভ্রমর হয়ে।
তবে সে ফুল, সে তারা, সে পাখি- ভ্রমর
হাজারো সুরের বাণী বাঁধে একি সুর!
আজি ক্বদরের রাতি জানি হাজার সে রাত
আরব্য রজনীর সে মোহনীয় মায়াময় স্বাদ!
আজি লাওহে মাহফুজ হতে কোন সে আলোক
হেরার গুহায় ঢেলেছে ওগো নূরের ঝলক!
সেথায় নূরের নবী ধ্যানে বসে হায়
জিবরাঈল এসেছে আজি হেরার গুহায়।
পড়ুন-
ইক্বরা বিছমি রব্বিকাল লাজি খলাক্ব,
খলাকাল ইনছানা মিন আলাক্ব,
ইক্বরা ওয়া রব্বুকাল আকরাম,
আললাজী আল্লামা বিল কালাম,
আল্লামাল ইনছানা মা লাম ইয়া লাম।
এমন এক রাত বল এমন করে
কে কবে পেয়েছে এ ক্ষণিক ভবে?
পেয়েছেন একজন ই আমার রাসূল
আয় তোরা আয় ছোটে গাহে বুলবুল!