ওরা মাঝ রাতে জেগে উঠেছিল
গাজার ভগ্ন দালানের পাশে,
খসে পড়া পলেস্তারের নিচে
বিদুত্ বিহীন হাসপাতালের
ডোমে
ধ্বংসপ্রাপ্ত পিচঢালা পথের
বাঁকে!
ওদের মস্তক বিহীন মাথা,
থেতলে যাওয়া হাত, রক্ত নীলাভ
চোখ
খন্ডিত পদ যুগল, ঝাঝড়া বক্ষ
বিদ্রুপের
হাসি হেসে জেগে উঠেছিল
মাঝ রাতে!
ওরা ঈসরাইলকে সালাম
জানিয়েছে
য্যূরোপ কে জানিয়েছে অভিনন্দন
সোভিয়েত ইউনিয়নকে শুভকামনা
আমেরিকার গলায় ফুলের মালা!
ওরা বলেছে-
আমাকে যারা ধর্ষণ
করেছে আমি তাদের
শাস্তি চাইনা
আমি শাস্তি চাই আমার ভাইয়ের,
যে
আমাকে ধর্ষিত হতে দেখে
কা-পুরুষের মত চুপ থাকে!
ওরা মাঝ রাতে জেগে উঠেছিল
এই ভাঙা দালানের ঝুলন্ত
কার্ণিশে।
ওরা আরবলীগের
পতাকাকে খাবলে খেতে চেয়েছে
ওরা ওআইসির মানচিত্রে থু থু
ছিটিয়েছে
ওরা সাতান্নটি মুসলিম
দেশকে ফাঁসিতে ঝুলাতে চেয়েছে
ওরা বিশ্ব প্রভুর দরবারে চূড়ান্ত
বিচার দাবি করেছে।
তারপর আরেকবার
ওরা ধর্ষণকারীদের সালাম
জানিয়ে
সুবহে সাদেকের
আগে ঘুমিয়ে গেছে!