প্রবাল প্রাচীর ঘেরা সাগর তলে
না জানি সূর্য রেখা কবে পৌঁছবে
না জানি সুনামীর ঐ ঢেউয়ের রেখা
জাগাবে কি ঘুম তার, পাবে কি দেখা?
সেতো মুক্ত মানিক এক নিশীত
আঁধারে
জ্বলছে আপনমনে কত না রংয়ে
চুন্নি কি পান্না কেবা জানে হায়
হয়ত কহিনূর আজ লাজেতে লুকায়!
তাহার সে রূপ সুধা সাগরের জলে
কেঁদে কেঁদে মুছে যায় বেদনার ছলে
প্রবাল প্রাচীরের ঐ দেয়ালের মাঝে
কত রূপ জ্বলে নিভে কেবা খোঁজ
রাখে?