কত ফুল ফুটে আহা মরুভূমে
সুমিষ্ট সৌরভে মাতায়
সাইমুম ঝড়
তপ্ত বালু রেখায় তীব্র
খরতাপে
কেগো খুঁজে পায় এ সুধাকর!
সেতো নিঃসঙ্গ
একা নির্জনতায়
সেতো নিজের ব্যাথায়
নিজেই হারায়
সেতো নিরবে তার সৌন্দর্য
লুকায়
সেতো ফুটে তব মরুর নীল
জোত্স্নায়!
সেতো নয় কসমস গোলাপ
বেলী
সতো নয় চম্পা জুঁই চামেলী
সেতো অদেখা ফুল,
অদেখা সৌন্দর্য
কেবা দেখেছে হায় তার
ঐশ্বর্য?