ওগো মেঘদূত, ওগো বাদল দিনের অতিথী
মেঘের পাখায় ভর করে তব এনেছ স্বপ্ন সারথি।
কত দেশ কত মহাদেশ জয় করে তব এলে
কিলিমানজারো হিমালয় থেকে চিম্বুক পাহাড়ের দেশে!
মৌন গিরি নিরব ধ্যানে তোমার পরশ মেখে
পবিত্রতার বাণি ছড়ায়ে ঝর্ণা দিয়েছে এঁকে!
গগন গরজে ঘন মেঘেরা ছুটেছে চলে কোথা
বয়েছে মেঘের সুপ্ত ভাঁজে কাহার গোপন গাঁথা!
কাহার হৃদয়ের শুষ্ক বুকে ভালোবাসা গেলে বুনে
কঠিন প্রাণ ঘুম ভেঙে দেখে শীতলতা মরুভূমে।
ওগো মেঘদূত ওগো ক্ষণিকের পবিত্র
অতিথী
এই পৃথিবীর হিংসা অনল দাওগো মেঘে ঢাকি।
শোনাও মোদের নতুন বাণি, নব প্রেম সংগীত
পৃথিবীর পথে পথে হিংস্র শ্বাপদ গাহুক প্রেমের গীত!

(বর্ষার আয়োজন)