তোরা দেখে যা মদিনার
পথে পথে
হাসান হোসেন মজেছে ঐ
কি আনন্দে
মা ফাতেমার ছোট্ট
ঘরে খুশির পরশ
রমজানের ই চাঁদ
উঠেছে দূরের পবন।
বাঁকা চাঁদের ঐ
হাসিতে কিসের মায়া
রহমত মাগফিরাত নাজাতের
আবহায়া
কাওসারে আজ শরাব
ঢালি খোদার রসূল
রাইয়্যানের ই
দরজাতে বসে হয়েছে আকূল।
পাপের দরিয়ায়
ডুবে ডুবে কেরে তোরা
আয়রে ফিরে খোদার রহমের
বইছে ধারা।
রাতের তারায় মরুর বুকে এ
কো ঝিলিক
মুক্তো দানা চুনি পান্না ঐ
ঝরছে বিদ্বীগ!
এমন দিনের ওমর
বসে খাজুরের আশে
খোদার রহম
দেখেছে বসে শারে জাহানে।
ওসমান আলী জ্বীন নুরাইন
কাবার পথে
আবু বক্কর মুগ্ধ
বসে বেলালের আযানে!