আমি ঘুরেছি পৃথিবীর পথে পথে
হিমালয়ের মেঘমালা থেকে মালয়
সাগরে
দেখেছি লাল নীল সাদা কালো মেঘ
শান্ত আকাশের বুকে সোনালী ডানার
চিল!
হারিয়ে ছিলাম কোন এক চম্পাবতীর
দেশে
ভেবেছিলেম অধরা সুখ হেরিব এ
অচিনপুরে
সব ভুল এখানেও বরফ জমে জমাট
বরফ
এখানেও লেনদেন বড় স্বার্থের হিসেব
নিকেশ।
তবু ছোটেছি আমি দিগন্ত রেখা ধরে
পৃথিবীর কোন ভাঁজে সুখ খুঁজে পাব বলে
হায় সুখ কোথা মরিচীকার সমুদ্র তটে
ক্লান্ত পথিক তব মিছে সুখ খোঁজে।

আমি পৃথিবীর সব পথ ঘুরে ঘুরে অবশেষে
সুখ নয় এনেছি তব দু চোখের এক ফোঁটা জল!