নিশীত অন্ধকারে ওড়ে যায় শুকুনেরা
কুঁড়ে কুঁড়ে খায় যত মরা শব দাহ
বাঁকানো চাঁদের আলোয় অস্পষ্ট রেখা
এঁকে যায় সংগোপনে বেদনার হিমবাহ।
হয়ত চাঁদের আলো চেয়েছিল নিরবে
ওদের অসভ্য মুখোশ উন্মোচনের দূরন্ত সাহসে
সহসা মেঘের গায়ে ভেসে অশুভ আত্মা
ভর করে ঢেকে দেয় সত্যের চিহ্ন রেখা।
প্যাচাঁদের অট্টহাসিতে ঘুম ভাঙে দাঁড়কাকের
বুনোহাঁস ওড়ে আহা নিঃশব্দ অসিমের পানে
ফিরে এসো ওগো বুনো হাঁস কোথায় যাও হারায়ে
ঘন মেঘের ভীরে বিদুত্ চমক হয়ত তাড়াবে অপয়া বাদুর!