কারবালা থেকে পলাশীর অংকিত
চিত্রায়নে
ইতিহাস থেকে ইতিহাসের সুবিশাল
পাতাতে
বীর সেতো পবিত্র শাহাদাত
পিয়ে একবারি মরে
কা পুরুষ
সেতো মরে প্রতি ক্ষণে লাঞ্ছনার
অবগাহণে।
মীর জাফর বিশ্বাসঘাতকের
তকমা বুকে লয়ে
মরেছে পঁচা গলা গলিত কুষ্ঠ রোগে!
মীর কাসেমের হাতে জগত্ শেঠ,
মহারাজা স্বরুপচাঁদ
দূর্গ থেকে গঙ্গায় পড়ে প্রাণ
গেছে নিপাত!
রায় দূর্লভ ঘাতক দালাল দেশের
ক্ষতি করে
কারাগারের অন্ধ
প্রকোষ্ঠে মরেছে ধুঁকে ধুঁকে!
প্রতারিত উমি চাঁদ ক্লাইভের
প্রতারণা সয়ে
মানসিক ভারসাম্য
হারায়ে মরেছে রাস্তায় পড়ে!
পদ্মায় ডুবে রাজবল্লভ মরেছে করুণ
ভাবে
পরাজিত কাসিম মরেছে পড়ে দিল্লীর
অন্ধ পথে!
ইয়ার লতিফ যুদ্ধের পরে কোথায়
হারাল হায়
অনিয়মের
অভিযোগে মহারাজা নন্দকুমারকে ফাঁসিতে ঝুলায়!
মীরণ মরেছে বজ্রপাতে বলেছে ইংরেজ
ঘষেটি মরে নৌকা ডোবে কোথায় গেল
তেজ!
সিরাজকে দুই রাকাত সালাত আদায়ের
দেয়নি অনুমতি
সেই ঘাতক মহম্মদী বেগ
মরেছে কূপে ঝাঁপি!
সিরাজকে ধরিয়ে দেয়া দানিশ
ওরফে দানা শাহ
সাপের ছোবলে মরেছে বিষে দিয়েছে পীড়াহ!
প্লাসি হিরো রবার্ট ক্লাইভ আসল
নাটের গুরু নিজের
হাতে মরেছে নিজে চালায়ে ধারালো ক্ষুর!
ওয়াটস, ওয়াটসন, স্ক্রাফটনের দুঃখ
টনে টন
মরেছে তারা অপঘাতে বাচাঁয়নি তাদের
ধন!