ওগো অবুঝ পাখি
কেন মিছে চলেছ ছুটে সুখের লাগি?
সুখ সেতো মরিচীকা কে পেয়েছে তারে
সেতো সপ্ত সিন্ধু ছেড়ে তেরো নদের ধারে।
কত পথিক মরুর বুকের তৃষ্ণা বয়ে
খুঁজেছে সুখের সমুদ্র চাতকের রূপে
হঠাত্ সুখের সমুদ্র দূরে দেখা যায়
সুখ কোথা মিছে ভ্রম স্বপ্ন হারায়।
ওগো অবুঝ পাখি
কেন মিছে চলেছ ছুটে সুখের লাগি?
সবাইতো চায় ক্ষাণিক স্থিতি কিছুটা অবসর
সংসার সমুদ্রের জঞ্জাল ফেলে, শান্তি সুধাকর
মৌমাছি সুখের লাগি মধু জমা রাখে
সুখ কোথা সর্বনাশা আসে তার সাথে!
পরশ পাথরের দেখা হয়ত পথিক পাবে
সুখ সেতো সূদুর কল্পনায় অধরাই রবে।
ওগো অবুঝ পাখি
কেন মিছে চলেছ ছুটে সুখের লাগি?