এই নিরব আন্দামানের মায়াময় তীর
হতে
মন চলেছে আজি রক্ত লাল পলাশীর
পথে পথে
ইতিহাসের প্রহসনে কু চক্রিদের
কুহকের জাল
ঘসেটি মহম্মদী বেগ মীর জাফর
হাসে অন্তরাল।
খেঁক শিয়ালের
আত্মা নিয়ে সিংহাসনের স্বপ্ন
সিংহপুরুষ সিরাজের পিছে নেমেছে দুষ্ট
চক্র!
ওদের লালসার লালায় হায়
অভাগারা মিছে ভেসে
শত শতাব্দীর স্বাধীনতার
বুকে কালিমা এঁকে গেলে।
ওরা এসেছিল একহাতে বাইবেল আর
হাতে তরবারি নিয়ে
ব্যবসায়ের ছদ্মবেশে সাম্রাজ্য
বিস্তারের উগ্র বাসনাতে
চরিত্রহারা জাতির
স্বাধীনতা থাকেনা বলে
মীরজাফরেরা মাতাল হয়ে নিজ
ঘরে সিঁধ কাটে।