পত্রিকার প্রথম পাতায় ওদের
ছবিটা ছেপেছে
ওরা নিচু মূখে মাথা হেট
করে দাঁড়িয়ে আছে
ওদের চেহেরা অন্য আট
দশটা মানুষের মতই
ওদের ও আছে হাত পা নাক কান
চোখ!
আমি অবাক হয়ে ওদের
দিকে তাকিয়েছিলাম
ওরা খুনি! ঠান্ডা মাথার কাউন্ট
ড্রাকুলা!
আমি ভেবেছিলাম খুনিদের
চেহেরা হয়ত মানুষের মত হয়না
কিন্তু আমার ধারণা ভুল প্রমান
করে
ওরা মানুষের চেহেরায় দাঁড়িয়ে আছে!
তখন নিজের দিকে তাকাতে আমার
লজ্জা করে
আমরাও হোমো সেপিয়েন্স প্রজাতীর
আর ওরাও
কাক নাকি কাকের মাংশ খায় না
অথচ ওরা নিজেদের মাংশ
নিজেরা খায়!
ওদের জায়গা হওয়ার কথা ছিল
আফ্রিকার কোন জঙ্গলে
নেকড়ে শকুন কিংবা কুকুরের রূপে
অথচ ওরা জংলী রক্ত বুকে নিয়ে
কম্পপ্লিট স্যুট পড়া হায়েনাদের
আশ্রয়ে মনুষ্য
সমাজে দাপড়ে বেড়ায়!