রিমঝিম বৃষ্টিতে ভিজেছি অনেক
কেটেছে বৃষ্টি ভেজা সকাল দুপুর
সন্ধ্যা
দেখেছি বৃষ্টির অনেক রূপ
লাল নীল বৃষ্টির মিছিল!
শৈশবের কতটা সময় কেটে গেছে
কতটা পথ হেটে গেছি বৃষ্টিতে
জানিনা আকাশ কেঁদেছিল কিনা
অস্পষ্ট শৈশবেরা আজো খুঁজে ফেরে!