এইসব কি দেকতাছি দ্যাশে
লজ্জা শরম দিন দিন
কমতাছে
লেহা পড়ার বালাই নাই
আদব কায়দা লেহাজ নাই।
পোলাপাইন কি সব খায়
ছোড ছোড টেবুলেট
জুতার আডা, গাজা, ভং
আফিম, চরস, ফেনসিডাইল!
শেষ যমানা আইয়্যা পড়ছে
আর রক্ষা নাই
পোলায় মারে বাহেরে
বাহে মারে দাদারে!
মাইয়্যায় মারে পেডে ছুরি
দ্যাশের নেতারা পড়ছে চুড়ি!
টোকাই গুলান নেতা অইছে
ভালো মাইনষে খাতা মুড়া দিছে
গুন্ডা পান্ডার অভাব নাই
ভদ্র লোকের খাওন নাই।