ওরা হারিয়ে গেছে মেঘনার নীল জলে
আকাশ বাতাস ভারী স্বজনের
ক্রন্দনে
কে জানত এমন সলীল সমাধীতে
মৃত্যু লুকিয়ে আছে রহস্যের জাল
বুনে!
কিছুক্ষণ আগেও ওরা ছিল
তাজা প্রাণ
ছোট ছোট শিশুদের মনে ছিল কলতান
সবার ই নাম ছিল, ছিল পরিচয়
এখন মরা লাশ নামের হয়েছে ক্ষয়!
তারপর
টিভি উপস্থাপকদের হাস্যজ্বোল
মূখে
ডুবুরিরা নেমে গেছে লাশের খোঁজে
মন্ত্রীর মূখে শোনি যান্ত্রিক বাণী
লাশ প্রতি ভয় নেই টাকা হাজার
খানি!
বাহঃ বাহঃ মজা বেশ আর নেই চিন্তা
কিনতে হবেনা বেগ কাফনের কাপড় টা
নিন্দুকেরা বলছে আড়ালে আবডালে
টাকা বাঁচাতে ডুবুরি লাশটাকে ফাঁড়ে!
সব সম্ভবের দেশ বাংলাদেশে
কত কি শোনব আরও মরার আগে!
ওগো নীল মেঘনার জল
যাদের লাশ তুমি দেবেনা ফিরিয়ে তব
রেখ যতন করে তোমার তটে
স্বজন হারারা আসবে বারে তোমার
পানে।
সেদিন তোমার জলে মুছনা তাদের জল
পৌছিয়ে দিয়ে তা করোনা কোন ছল
বল তব প্রতি লাশের কানে কানে
এনেছি ব্যথাতুর হৃদয়ের দু ফোটা জল
তোমাদের ই পানে!