হে নবীন হে যাত্রীদল ওহে পথচারী
কত বন্ধুর পথ তব দিতে হবে পাড়ি।
তোমার পথেতে কন্টক বিছায়ে রয়েছে আযাযিল
সুন্দরকে মুছে দিয়ে অসুন্দর গড়েছে তিল তিল!
বুদ্ধির ঢেকিওয়ালাদের বিকৃত বুদ্ধির নিদারুণ যাঁতাকলে
হাতুড়ে ডাক্তারের অদক্ষ হাতে নিষ্ঠুর অপারেশনে
পড়েছে যুবক হে যাত্রী দল তোমাদের দেহ আজি
ভ্রষ্ট নদে তোমাদের ডোবাতে শয়তান ধরেছে বাজি।
তোমারাতে গাইবে সোনালী ভোরের নব নবীনের গান
তোমাদের ছোঁওয়ায় জ্বরা কেটে যাবে জাগবে প্রাণের তান
রাতের আঁধারে অসহায় পথিক তোমাদের খোঁজে রবে
মৃত্যুর শিয়রে তোমরা বসে আশার বাণি শোনাবে।
কিন্তু একি আজকে দেখি বড় ধোঁকা লাগে মনে
ভুল নেতার পিছু পিছু ঘুরে মনেতে তালা লাগে
জীবাণু ছড়ায়ে যে অবোধেরা জীবাণুরে গালি মারে
তাদের পিছনে আলো খুজলে কি, আলোর দেখা পাবে?
আত্মভোলা জ্বরা গ্রস্ত কোকিল জীবিদের ছেড়ে
ওগো নবীন যাত্রী দলেরা আলোর পানে আসো ছুটে।