কষ্ট জমায় বুকের ভিতর
বাইরে হাসি অন্তরে তার কষ্টেরই ঝড়
যায় না দেখা কষ্ট তাহার নানা কাজে
জমে জমে ব্যাথাগুলো বুকে বাজে।
কাঁদলে তাহার চলবে কেন কাঁদে না সে
নিজের ব্যাথা লুকিয়ে রাখে খুব গোপনে
হাসির মাঝে সকাল-সাঁঝে সবার মাঝে
মিথ্যে সুখের অভিনয়টা খুব সে জানে।
সবার মূখে হাসি আসুক এইতো চাওয়া
নিজেকে ক্ষয়ে শান্তি থাকুক সেটুক পাওয়া
তাহার ক্ষণিক রাগী রাগী চোখ সবাই দেখে
অন্তরে তার স্নেহের প্রসবণ থাকে অলখে।
পুরুষ মানুষ কাঁদে না তাই হৃদয় নদে
কষ্ট জমে পাথরের ভারে হারায় স্রোতে
পাহাড় সমান কষ্টগুলো বুকেই থাকে
কেউ দেখে না কষ্ট নিয়েই যায় সে চলে।