আমি কিছু শান্তি কিনতে চাই
আছেন কেউ বিক্রি করবেন
টাকা নিয়ে সমস্যা নেই
যা চাইবেন তাই পাবেন
টাকা আমার অনেক আছে
এত টাকা কিন্তু শান্তি নেই।
আছেন কেউ বিক্রি করার
অনেক নাহোক সামান্য কিছু
সারাদিনের জন্য নাহোক
অন্তত এক বিকাল কিংবা সকাল
যা চান তাই দেব
আমার জমি-জমা, সোনা-দানা
আমার জমানো সব অর্থকরী
তার বিনিময়ে আমি শুধু
একদন্ড শান্তি চাই
আছেন কেউ বিক্রি করবেন
এক টুকরো শান্তি!