নীল নদের তীরে ফুটেছে প্যাপিরাস ফুল
সভ্যতার অন্ধকারে আলোকের বার্তা হয়ে
আলেকজান্দ্রিয়া লাইব্রেরি জ্ঞানের আঁধার
প্যাপিরাসের পাতায় লেখা বই থরে থরে!
কত জ্ঞানীর চিন্তার ঝর্ণাধারা এ প্যাপিরাসে
গণিত, জ্যোর্তিবিদ্যা, দর্শন, কোনটা রল পড়ে?
এখানে জ্ঞানীরা রয়েছে ঘুমায়ে পরম তৃপ্তিতে
কে জাগাবে তারে জ্ঞানের পাঠ নিতে?
হায়! মূর্খের দল
জ্ঞানের সামনে তোরা বরাবরই দূর্বল!
যে আলো জ্বলছে কয়েক শতাব্দী ধরে
তোদের রোষে সেথা ক্রোধের অগ্নি জ্বলে!
খৃষ্ট ধর্ম রক্ষা হবে লাইব্রেরি পোড়ালে
কে বলেছে এসব ওহে বর্বর, ভন্ডের দল!
পুড়ছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি
পুড়ছে প্যাপিরাসের পাতা
পুড়ে পুড়ে সব হয়েছে ছাই
হাজারো জ্ঞানীর জমানো কথা
নিচিহ্ন হলো নিরবেই!