তারচেয়ে বরং ঘাসফুল হও
তোমাকে গোলাপ হতে বলেনি কেউ
কিংবা গোলাপ হওয়া খুব জরুরিও নয়
তুমি তোমার পরিচয়ে বাঁচ।
গন্ধরাজ, শিমুল, পলাশ নাইবা হলে
জুঁই, চামেলির পরিচয় নাইবা দিলে
অন্যের পরিচয়ে তোমার কি আসে যায়?
কদম ফুল তোমার আত্মীয়
রজনীগন্ধা তোমার বড় ভাই
কসমস, ডালিয়া তোমার মামা
দোলনচাঁপা তোমার খালু
এসবের মাঝে তুমি কই?
তুমি ঘাসফুল, তুমি বুনোফুল
তবুওতো ফুল
নিজ পরিচয়ে বাঁচ
তোমার পরিচয়ে
ছাপ ফেলে যাও মহাকালের পথে।