ও আকাশ কি এমন অভিমানে
তোমার বুকে জেগেছে অবিরাম কান্নার মেঘ
কি এমন বেদনায় তোমার আঙিনায়
লাল নীল কষ্টেরা ঘুরে ফিরে বাড়ায় আবেগ?
কত শতাব্দীর না বলা যাতনা এসেছে মেঘ হয়ে
আজি এত কাল পরে তাই বুঝি দিয়েছ ঢেলে?
তবে কি তুমি দেখেছ গঙ্গাজল হয়ে পদ্মার কান্না
তিস্তার দু পাশে কৃষকের বেদনা?
তুমি কি দেখেছ হায় নিষ্পাপ প্রাণহীন রাজনের মূখ
সভ্যতার আলো আধাঁরে ধর্ষিতার পিষ্ট বুক!
রাজাকারের ঘরের ড্রয়ারে মুক্তিযুদ্ধার সার্টিফিকেট
দেশদ্রোহীর মানিব্যাগে দেশপ্রেমিকের টিকেট!
তুমি পলাশীর আম্রকানন দেখেছ
অলিতে গলিতে বেঈমানদের কুৎসিত মূখ
বাংলার ঘরে ঘরে যুগে যুগে বেদনার স্রোত।
তুমি শোনেছ রাষ্ট্র নায়কের অসহায় আর্তি -
আমার আশে পাশে সব ছেঁচড়া চোর
শিক্ষিত ডাকাতের পদভারে অশিক্ষিত ডাকাতেরা
লজ্জায় লাল হয়ে লাগিয়েছে খিড়কী দোর!
ও আকাশ এমন অনেক কষ্টের উপাখ্যান জানো তুমি
বলনি চুপি চুপি সয়েছ বয়েছ বেদনার ভার
কিন্তু এতকাল পরে এই শ্রাবণের রঙ্গমঞ্চে
কি হত অজানাই থাকত যদি বেদনা তোমার!