অভিমান তুমি দেখতে কেমন
তুমাকে কাছ থেকে দেখার বড় সাধ
তুমি কেন এত বিষন্নতার জাল বুন
কি এমন কষ্ট তোমার, কি এমন বেদনা
কেন এত পূর্ণতার মাঝে অপূর্ণতার গান
রংধনুর সাত রংয়ের ভীরে তোমার রং কেন নীল
কেন তুমি শূন্যতার মাঝে চেয়ে থাকো অপলক?
অভিমান সুন্দর ক্ষণিকের তরে
হয় যদি তা প্রেমিকের তরে প্রেমিকার
কপট রাগে, মিষ্টি প্রেমের তীব্র অভিলাষে!
কিংবা দেরী করে অফিস ফেরত বাবার তরে
ছোট্ট মেয়ের মিষ্টি অভিমান ভরা অনুযোগ।
চির অভিমান সেতো গাঢ়, সেতো হৃদয়ের গভীরে-
ছোপ ছোপ রক্ত, সেতো জমাট বাঁধা অব্যক্ত যন্ত্রণা।
কত পাতারা ঝরে যায় অভিমানে, ঝরে কত ফুল
কত পাখি সুদূরে মিলায় অজানায় চির অভিমানে
তেমনি এক অভিমানে ওগো বিষন্ন মানুষ
কেন তুমি বেছে নাও আত্মার মুক্তির নামে হননের পথ?
অভিমান হোক অবহেলাকে পায়ে ঠেলে দৃঢ়ভাবে
আরো কিছু পথ এগিয়ে চলার শক্তি
অভিমান হোক অসুন্দরের বুকে আঘাত হেনে
চির সুন্দরে পৃথিবীকে সাজানোর দৃপ্ত শপথ
অভিমান না আসুক পরাজিত মানুষের গান হয়ে
অভিমান হোক এ বিশ্বকে বাসযোগ্য করার আহ্বানে।