তোমার আমার প্রণয় কথা- কল্পনাতেই থাক
প্রেমের সব দৃশ্যকল্প, আল্পনাতেই; থাক আঁকা থাক
আকাশের ঐ রংধনু রং; যায় না যেমন ধরা
তেমনি করে আমাদের প্রেম; থাকুক অধরা
সন্ধ্যা রাগে যেমন আকাশ- রাঙায় রাঙা রঙে
কৃষ্ণচূড়ার রঙ ছুঁয়ে প্রেম- রাঙুক তেমন ঢঙে
আমাদের প্রেম থাকুক ঘুমে বাবুই পাখির ঘরে
তালের পাতায় ঝড়ের দোলায় প্রেম যাবে না ওড়ে
মাঝ নদীতে গভীর রাতে মাঝি মল্লার গলে
আমাদের প্রেমগান দোলবে- ঢেউয়ের দোলে দোলে
ঝিনুকের মাঝে মুক্তো যেমন ঘুমায় সাগর তলে
তোমার আমার প্রেমও তেমন ঘুমাক সযতনে
নিরব দুপুর বটের ছায়ে রাখাল বাজায় বাঁশি
বাঁশির সুরে আমাদের প্রেম হাসুক রাশি রাশি
বর্ষাকালে নদীর তীরে উছলে ওঠে জল
প্রেমের গাঙে জোয়ার এসে ভাসাক অবিরল
প্রেমের আবার পূর্ণতা কি প্রেমতো শুধুই প্রেম
প্রেম থাকে হৃদয় মাঝে, প্রেম থাকে না হেরেম
তোমার আমার প্রেমটা তবে কল্পনাতেই থাক
চুপটি করে প্রেমটা ঘুমাক দু হৃদয়ের বাঁক!