এই নির্ঘুম রাত এই আশাহত চাঁদ
গায় বেদনার গান, হানে দুখের বাণ!
এই মন চঞ্চল, এই কান্নার অঞ্চল
বহে অফুরান, জমে ভীষণ অভিমান।
নেই অভিযোগ,  কি হবে করে অনুযোগ
সময় বড় অস্থির, কেউ নেই সুস্থির।
নেই কাক ডাকা ভোর, মাদকে চূড়
চলে যায় জীবন, নিরুদ্দেশ ভূবণ!
মানুষ রোজ মরে যায়, অহেতুক চিন্তায়
যেটুকু সময় করে যাপন, বৃথা উদযাপন
দিন শেষে দিন আসে, নিয়মের উল্লাসে
কেউ আর ভালো নেই, কোথাও আলো নেই!
পৃথিবীতো কবেই মরে গেছে, ফসিল পড়ে আছে
মানুষ বেঁচে আছে মুখোশে, চারদিক হাসে লাশে!